শীতের কুয়াশাঘেরা সকালে এক কাপ চা হাতে
অপলক দৃষ্টিতে তোমার ভাবনায় ডুবে যাওয়া,
জুড়িয়ে যাওয়া চা আর
অপলক দৃষ্টির গন্তব্য খোঁজা ।
জানালার পাশটাতেই
আমি বসে,
ঠান্ডা শীতল আবহাওয়ার মাঝেই
তোমাকে খুঁজে পাওয়া ।
ঘাসের মাঝে লুকিয়ে থাকা কুয়াশা
কণাগুলোকে পায়ে জড়িয়ে
তোমার উদ্দেশ্যে বেরুলাম ।
মরুভূমিতে সৃষ্ট মরীচিকার মত
হঠাৎ তোমার ছায়ার সন্ধান,
কিন্তু তোমার অস্তিত্বের
ছিটেফোঁটাও নেই সেখানে ।
কারণ সেটার পুরোটাই
রয়েছে আমার মনজুড়ে ।
আচ্ছা, এমন পাগলের মত
খুঁজছি কেন তোমায়?
তুমি কি হেঁটেছিলে
আমি নামক পথে?
তবে পথিক, বলছি শুনো ।
পথ খোঁজে তার প্রিয় পথিককে,
আর পথিক, প্রিয় পথকে ।
তবে, আমি কি হইনি তোমার প্রিয় পথ?
আরে, এই কুয়াশাচ্ছন্ন ভর সন্ধ্যেতে
হঠাৎ তুমি !
তাও আবার আমার প্রিয়
কালো শার্টে? গোটানো হাতায়?
তবে রেখেছ মনে?
আসবে, বললেও পারতে ।
গুছিয়ে নিতাম নিজেকে,
রাঙাতাম একটু হলেও ।
জানোই তো,
আমি সিধেসাদা ।
কুয়াশার মাঝে খুঁজেছিলাম তোমায়,
পেলামও কুয়াশার মাঝেই ।
যাইহোক,
হাতে শিউলি ফুল?
আমার জন্য বুঝি?
অনুভূতিগুলোর সবই ধার করেছিলাম, বুঝলে?
কারণ, কেনার সামর্থ্য আমার নেই ।
আমার নেই তুমি নামক বাস্তবতাও ।
আমার শুধু আছে কিছু কল্পনা আর
শেষে কিছু ধার করা অনুভূতি ।