তোকে ভুলানো ব্যস্ততায় কাটে দিন!
অকারণে ভিজে চোখ,
ডুবে থাকে তাতে
তোর এক বিকেল হাসি।
অকারণে কুয়াশা নামে,
জ্বর নেই তবু জ্বর জ্বর লাগে!
হাড় কাঁপানো শীতে -
ইচ্ছে করে হাতে হাত জড়াতে...
চায়ের কাপে বর্ষা নামে,
ঘোলা হয় চোখের কাঁচ
অগণিত বার!
অহেতুক ঝরে অবেলার দু ফোঁটা বৃষ্টি,
বাঁচতে বাঁচতে বার কয়েক মৃত্যু-
জীবনের সন্ধিক্ষণ!
মাঝরাত্রিতে নেশা জাগে
হাতকড়া পরার
ততক্ষণে তুই নামক
জেল থেকে মুক্তি।
আজ জানাতে এসেছিলুম,
তোর জন্য প্রায়ই মিশে যায় কালি ও কলম
এক পৃষ্ঠাতে...