যে ভালোবাসতে জানে,
কাব্য সে লিখতে জানে ।
না হোক সে কবি,
তবু কবিতাই তাকে টানে ।

হঠাৎই যখন প্রেমিকের খেয়ালে
শুধুই থাকে কবিতা,
প্রেমিকের বুকে কাব্য প্রীতি
আজীবন'ই রবে তা ।

কবিতা যখন প্রেমিকের
আর প্রেমিক যখন কবিতার,
প্রেমটা তাদের জমছে দারুণ
কে কী করবে তার?

গভীর প্রেমে মত্ত তারা
হঠাৎ আসে প্রেমিকা,
প্রেমিকার মন জয় করতে
কবিতাই রাখে ভূমিকা ।

চলছে তাদের প্রেম তো ভালোই
মিষ্ট-মধুরতার,
দূরে চলে যায় কবিতা তখন
কী আর আছে করার?

আজ আর প্রেমিক নেই যে ভালো
চলে গেছে তার প্রেমিকা,
তার জীবনে ফিরে আসে
আবার সেই কবিতা ।

কবিতা যেন বন্ধু তার
সুখ দুঃখ সবের,
কবিতা তাকে কথা দিয়েছে
আজীবন'ই তার রবে ।