সেদিন আমি গিয়েছিলাম
ঘাস ফড়িং এর দেশে ,
গিয়েছিলাম সেথায় আমি
মেঘের ডানায় ভেসে ।
ফড়িং দেশের রাজকন্যা আমায়
সাদরে করল বরণ ,
মিষ্টি মেয়ে বলল আমায়
দুষ্টুমিটা বারণ ।
ফড়িং গুলো বেজায় খুশি
অতিথি আমায় পেয়ে ,
মনটা তাদের ভরে গেল
আনন্দেতে ছেয়ে ।
ফড়িং দেশটা দেখতে বেশ
ফুলে ফুলে ভরা ,
ফড়িং বুড়ি সারাক্ষণই
কাটতে থাকে ছড়া ।
ফড়িং রাজা গম্ভীর বেশ
মনটা তবুও ভালো ,
রাজকন্যা বলল এবার
রাজপ্রাসাদে চলো ।
ফড়িং দেশটা ঘুরে ঘুরে
দেখলাম তো সব'ই ,
মন মাতানো সবটা দেখে
হয়েই গেলাম কবি ।
কষ্ট হলেও সবার থেকে
নিতে হলো বিদায় ,
ঘুম ভাঙতেই দেখি
আরে!! আমি তো বিছানায় ।