ভোর কিংবা সান্ধ্যকালে,
বেরোবে যখন ফের অভিযানে,
ছায়া তখন পথ দেখাবে,
মৃদু হেসে বলবে আমি
আছি আমি আছি এই
রাখিতে তোমারে জড়ায়ে মায়ায়।
যতদূর যাও পথ,
পাবে নাকো ফের তারে,
ভালোবাসে যে তোমারে
আমার চেয়েও অধিকতর।
অভিমান যাইহোক,
পথ যদি নেয় বাঁক,
ছায়া তারে দেবে ডাক।
পথ ভুলে যাও যদি
অভিমান রাগ ক্ষোভ
হয়ে যাবে কুপোকাত।
যতবার ফেরাবে তারে,
সঙ্গ নেবে চোখের আড়ে,
তোমারে দেবেনা সে
করিতে একাকীত্বে বাস।