নিঃশব্দ নিশীথ
দু-এক বুটের শব্দ
কদাচিৎ টুংটাং
আমার আকাশ দেখা
মাথা দুলিয়ে জবার ডাল
দিচ্ছে জানান,
বসন্তের শেষ বাতাস!
আমাকে পাচ্ছে যেন
ভীষণ ভালোর দল
মেঘের উড়ন্ত পদচারণায়
মনে পড়ে, মনে পড়ে সব!
কোনো এক শীতের মধ্যরাত
এই ঝুল বারান্দায়
তোমার আমার শেষ ফোনালাপ…
বসন্ত নিঃশেষ হয় সেবারে!
এরপরও বসন্ত আসে বারকয়েক,
আমি ফিরিয়ে দিই উদাসে
তবে বরণই বাকি
আমার তো মন খারাপের রাশঝাড়
আমার চাওয়া বসন্ত আসে না যে আর!
বসন্তেরও ভীষণ মন খারাপ হয় আজকাল!
তবুও এই এক বসন্তে,
আবার হবে প্রণয়
আবার শীতের মধ্যরাত
আবার ফোনালাপ
আবার বিচ্ছেদ
আবার বসন্ত প্রলাপ
আবার মেঘ ঘনালে
ভীষণ মন খারাপ
এই আরকি…
তবুও বারেবার বসন্ত আসছেই,
আসবেই!