বিদায়ের সব কান্নাগুলো
ঝরছে অঝোর ধারায়,
বর্ষার সেই কান্না দেখে
মন বলছে বিদায় ।
জমে থাক না কান্নাগুলো
মনের অন্তরালে,
অতি যত্নে পুষব তাদের
কেউ যেন না জানে ।
বিদায়ের ঐ একদিনে নাহয়
ঝরাব একসাথে,
সেকথা আজ পড়লে মনে
মনটা ভীষণ কাঁদে ।
সে কান্না হয় না ব্যক্ত
অন্তরালেই থাকে,
কষ্টগুলো হঠাৎ জমে
আমার মনের বাঁকে ।
পড়লে মনে বিদায়বেলা
হয়ে যাই আনমনা,
এমন বিদায় হবে সে যে
মনটা জানত না ।
ছোট্ট একটা শিশু যখন
তখন এসেছিলাম,
বিদায়বেলার সময়টাতে
কৈশোরে পা দিলাম ।
মাঝে কাটানো এগারো বছর
কুড়িয়েছি যে সুখ,
সবটাই ছিল শেষ বছরের
সেই পঁয়ত্রিশ মুখ ।
কতশত বন্ধু হলো
কতই সাথে স্মৃতি,
তাদের সাথে আছে কতই
অপকর্ম কীর্তি ।
এত কী আর যায় বলা?
এবার থাকি চুপ,
বিদায়বেলার ঘণ্টা আমায়
বানিয়ে দেয় ভাবুক ।