বিদায়বেলার ঘন্টা যখন
বাজতে থাকে মনে
স্মৃতিগুলো হয় যে জড়ো
হঠাৎ মনের কোণে ।
ভাবি তখন একলা বসে
সকল সে স্মৃতি
স্কুল যখন দেয় আমাকে
ছাড়পত্রের চিঠি ।
শত শত স্মৃতির মাঝে
হারিয়ে আমি যাই
সে সকল স্মৃতির মাঝে
স্কুলটাকে পাই ।
এগার বছর ধরেই আমার
যেথায় বসবাস
পেছন ফিরে তাকিয়ে দেখি
স্মৃতির পরিহাস ।
স্মৃতির মায়ায় আটকে যখন
যাই হঠাৎ থমকে
স্কুলকে ছাড়তে হবে
শুনে উঠি চমকে ।
অঝোর ধারায় বর্ষা নামে
স্মৃতির অরণ্যে
হঠাৎ করেই যাই হারিয়ে
অরণ্যের গহীনে ।
স্কুলটাতে যখন প্রথম
রেখেছিলাম পা
এতশত জমবে স্মৃতি
ভাবনায় ছিল না ।
কীভাবে যেন কেটে গেল
এক একটা বছর
স্মৃতিগুলোও হচ্ছে এখন
আমার দৃষ্টিগোচর ।
স্কুল ছেড়ে কলেজ জীবনে
করব পদার্পণ
এমন সময় স্কুলটাতেই
আটকে গেল মন ।
মায়ার জালে আটকে গিয়ে
গেলাম আমি ফেঁসে
অথচ স্কুল কদিন পরেই
বিদায় দেবে হেসে ।
স্কুলের প্রতিটি ইটের কণা, ধূলি
আমায় চেনে
সবাই আমায় বলবে পাগল
এসব কথা শুনে ।
বলছি তবুও ভালোবাসি
আমার স্কুলটাকে
এগার বছর ধরেই মনে
আগলে রেখেছি যাকে ।
একই সে মাঠ, একই সে পথ
তবুও ভালো লাগে
এই ভালো লাগা আবেগ নয়
ভালোবাসায় আটকে থাকে ।
বাংলা ক্লাস, ব্যাক বেঞ্চ
সবই আমার আপন
এতদিনে যাদের মাঝে
করেছি জীবন যাপন ।
ব্যাক বেঞ্চ পার্টনারটাকেও
পড়বে ভীষণ মনে
কত স্বপ্নের বীজ বুনেছি
আমি তাহার সনে ।
এসব রেখে কী করে করি
কলেজ জীবন শুরু?
অতশত ভাবতে গেলেই
কুচঁকে যায় ভ্রু ।
তবুও বিদায় নিতেই হবে
এটাই নাকি জীবন
বিদায় ই নাকি আমার জন্য
স্কুলের শেষ ভাষণ ।
মানুষ নাকি অভ্যাসের দাস
এটাই এখন সান্ত্বনা
এতকিছু জেনেও আমার
মনটা যে ক্ষান্ত না ।
মানছে না সে এমন বিদায়
চিরবিদায় নয় তবুও
পারছে না সে ভুলতে স্কুলের
এক একটা স্মৃতিও ।
বুকের মধ্যিখানে তবুও
বাজে বিদায় ঘন্টা
আচমকা চমকে যায়
আমার প্রেমিক মনটা ।