আজি এ চমৎকার বর্ষণে
'ব্যস্ততা' এক পুরোনো অভ্যেস
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার
অবকাশ নেই
মিঠেল বাতাসে রংচঙে মন
দূরের আকাশে আর মেঘের দেখা নেই
সব আঁধার ফুঁড়ে আলো এসে গেছে
আমার আলো চাই না হে
আমার চাই আঁধার
আমার চাই নীরবতা
আমার চাই শব্দহীন নিস্তব্ধতা
আমার চাই বোবা প্রতিধ্বনি
আমার চাই নিঃসঙ্গ ছায়া
তুমি মিশে গেছ জনস্রোতের ভীড়ে
সময়ের অগোচরে
মেঘে লুকোনো চাঁদকে আর খুঁজতে চাইনে
চাইনে কোনো মানব কাঁধ
দিনের গভীরে আর খুঁজতে চাইনে রাত
আমি ভুল পথে হারিয়ে যাওয়া কেউ
আমি ভালোবাসা না পাওয়া, এতটা পেয়েও
আমি অকৃতজ্ঞ
আমি নীরব দর্শক
আমি ঘৃণ্য
নিজেকে প্রতিহত করার সামর্থ্য নেই আমার
অবকাশ নেই নিজেকে খুঁজতে চাওয়ার
আমি দৃঢ়প্রতিজ্ঞ
আমি নিজের কাছে যোগ্য
আমার চাই শুধু আঁধার
আর একটু নীরবতা
তাতে খুঁজে নেবো আমিকে।