আমি তোমার বদ অভ্যাস
যাকে ছাড়া,
তুমি থাকতে পারবে না ।
আমি তোমার ব্যাকুল প্রতীক্ষা
যার জন্য,
তোমার যুগ যুগ অপেক্ষা ।
আমি তোমার চঞ্চল চোখ
যার দৃষ্টি,
ভালোবাসাময় ।
আমি তোমার ব্যস্ত সময়
যাকে নিয়ে,
তোমার ব্যস্ততা ।
আমি তোমার প্রশস্ত হাসি
যার দৈর্ঘ্য,
মাপহীন ।
আমি তোমার অণুগল্প
যার দেহ,
আবেগমাখা ।
আমি তোমার কম্পমান ওষ্ঠাধর
যার ভাষা,
ভালোবাসা ।
আমি তোমার ধীরপায়ে চলা পদধ্বনি
যার কণ্ঠ,
মৃদু ।
আমি তোমার বালিশ চাপা কান্না
যার সময়কাল,
গভীর রাত ।
আমি তোমার নিস্তব্ধ্তা
যার আশ্রয়,
নির্জন দ্বি-প্রহর ।
আমি তোমার সীমাবদ্ধ্তা
যার মাঝে,
তোমার আটকে থাকা ।
আমি তোমার অবনী
যার মাঝে,
তোমার বেঁচে থাকা ।
আমি তোমার কোমল স্পর্শ
যার গন্তব্য,
তোমার হৃদয় ।
আমি তোমার অচেনা অনুভূতি
যার আগমন,
হঠাৎই ঘটা ।
আমি তোমার অস্তিত্বহীন কল্পনা
যাকে পাবার জন্যে,
তোমার দিনগোনা ।
আমি তোমারই আমি
যাকে নিয়ে,
তোমার পথচলা ।