জন্ম আমার হয়েছিল গ্রামে
বেড়ে ওঠাও হয় সেখানে,
রোজ সকালে পাখির আওয়াজ
ঘুম ভাঙ্গায় যেখানে।

ভোর বেলায় কেউ ডানা মেলে আকাশে
কেউ হয় খাঁচায় বন্দি,
এভাবেই পাখপাখালিরা
করে গভীর সন্ধি।

তাদের কলকাকলিতে
ভরে ওঠে প্রাণ,
তাদের নিয়েই বাঙালি জাতি
চির অম্লান।

উল্লেখযোগ্য তাদের মধ্যে
দোয়েল, ময়না, টিয়া ও চিল,
বাংলার প্রকৃতি তাদের সুরেই মুগ্ধ
তাদের সাথেই অনাবিল।