কবিতার নাম : মনে পড়ে আজও
লেখক : জাকিয়া
গোধূলি বেলায় খেলা শেষে
শরীর ভীষণ ক্লান্ত ,
এই কথাটি মা যখন জানতো
বলতো, বাবা আয়
এবার কিছু মুখে নিবি তো!
মার এমন বলার কারণ,
বেখেয়ালি এই আমার, খাওয়ার কথা মনে পরাই ছিল বারণ।
মা যখন থাকতো ঘুমিয়ে ঘোর,
পালিয়ে খেলতে যেতে যেতে বলতাম
এবার বেঁচেছি বড়জোর!
মা আমায় না পেয়ে, বেচারা বাবাকে বলতো খোঁজ তোমার নবাবকে খোঁজ,
সেই ক্লান্ত বিকেলের মুহূর্তগুলো
মনে পড়ে আজও!!