পরিবারের কথা ভাবতে ভাবতেই
কেটে যায় বেলা,
কর্তব্যপরায়ণ বাবা যে আমার
চরম আত্মভোলা।
সারাক্ষণ আমায় আগলে রাখে
তার অশান্ত কায়া,
বাবা ডাক টির মাঝে কি এমন
মধুর মায়া?
সেও তো ভাঁড়, বাবার মতো
দ্বিতীয় কেউ মেলা।
বেখেয়ালি বাবা যে আমার
চরম আত্মভোলা।
বাবার ভালোবাসার হয়না তুলনা
সে যেন এক অপরিমেয় ভালোবাসা,
দিনশেষে আমরাই যেন তার
বেঁচে থাকার আশা।
বাবার হাতটি ধরা ছাড়া
যায়না একা পথ চলা,
বন্ধু রুপে বাবা যে আমার
চরম আত্মভোলা।