সে আমার অধিক আপন,
তাকে নিয়েই আমার জীবনযাপন।
সে বোঝে আমার সকল অনুভব,
তাইতো আমি তাকেই বলি সব।
তাকে চাই সারাক্ষণ পাশে,
সেও আমায় অনেক ভালোবাসে।
কে সে? প্রশ্ন জাগবে নিশ্চয়ই,
এমন কথা কার বেলায় প্রযোজ্য? ঘেটে দেখুন বই।
যাকে এতো ভালোবাসি, তাকে কখনো বলিনি মুখ ফুটে,
আপনি যতই বলুন আমায় লাগছে বিদঘুটে।
হ্যাঁ, এটাই আমি।।
তাকে কাছে পেলে আমার লাগেনা আর কিছু,
সারাক্ষণ তাই ছুটি তারই পিছুপিছু।
জানতে নিশ্চয়ই অভিপ্রায় হবে, কে সেই অবলা?
তিনিই হলেন আমার জনম দু:খী মা।
মায়ের মত কেউ হয়না এতটা আপন,
তাইতো মাকে নিয়ে আমি করেছি যে পণ।
"সারাজীবন যেন তাকে বাসতে পারি ভালো"
সেইতো আমার আঁধার ঘোরের অত্যুজ্জ্বল আলো।