আমার না থাকার কালে,
যদি হঠাৎ মনে পড়ে মোরে
ভেবে নিও, এইতো, কয়েক বছর আগে
কোন এক অবেলায়, ছিলাম তোমাদেরই মাঝে হয়তো মনে রাখনি তা আজ,
শুধুই অতীত বলে।
রেখে দিলেও পারতে তা, স্মৃতিদের অন্তরালে।
আমার না থাকার কালে, কিছুদিন হয়তো
মনে করবে আমায়, তোমাদেরই অশ্রুজলে
খানিক পরেই হয়তো বোধ জাগবে
সবাই হারায়, বেলা ফুরালে।
আমার না থাকার কালে, যদি সেই প্রিয় শহরে, আমার অস্তিত্ব খুঁজতে যাও, কোন এক সন্ধ্যায়- কিংবা বিকেলে
ভেবে নিও, আমি আজ গত হয়ে আছি, তোমাদেরই আড়ালে।
আমার না থাকার কালে, যদি, তোমাদের মুখের কোনে একটু হাসি জমে
মনে কোরো, সেকালে আমিও ছিলাম নবাগত, একালে বিলীন
সময় হারালো বলে।