আসলে ভালোবাসাটাই বৃথা হয়
যাকেই ভালোবাসি পাগলের মতো,
সেই ছোবল দেয় বিশ্বাসের ঘরে।
কিংকর্তব্যবিমূঢ় আবেগ আপ্লুত,
নিয়ম ভাঙ্গি শৃঙ্খলের;
কারারুদ্ধ বাস্তবতা।
জীবন থেকে জীবনের,
ট্যাংকি বোঝাই করি,
তাপবাহী পদার্থ দিয়ে।
ঝলসে যায় পিচঢালা পথের মত,
তবু কেন ভালবাসি?
অবুঝ ভালোবাসাটাকে।