আমি যখন ভাবের দেশে থাকি
হাত পা রক্ত মাংস,
গুটিয়ে যায় সব,
শামুকের খোলসের ভেতরে।
তখন ভাব সাগরের শত ঢেউ;
আমাকে ভাসিয়ে ভাসিয়ে ,
উজানে পরিনত করে;
শত সহস্র লোমকুপের গোরায় গোর
প্রেমের প্রদীপ জ্বলে।
ভাব সাগরে শীতল বায়ু,
শীতল মায়া।
প্রাণবন্ত ঐক্যজোট আমায়,
আয়না বিবির পথ দেখায়,
আমি নারী বলতে নহর বুঝি।
তৃপ্তি মিটায় যে জনা,
ভাব সাগরে ডুব দিয়েছি;
ভাবুক ছাই এক জনা।
যদি পাই দেখা শয়নে বা স্বপনে,
এক আত্মায় কইবে কথা,
আরেক আত্মায় শোনে।
শুরু হবে মৌ বনে লুকোচুরি,
ফুল ভ্রমরের মতন।
কলঙ্কিনি হব রাধার ,
ইতিহাস রচিত।
যুগে যুগে আসবো প্রেমের প্লাবন হয়ে