আমি যদি ঘুমিয়ে যাই,
রজনী তোমার সাথে সঙ্গ দেবে কে?
তুমি মধু বনে নৃত্য কর পাতার ছায়ায় ছায়ায়।
মৃদু আলোর রূপরাশি দুলে মায়ায় মায়ায়,
আমি উদাস বাঁশি তোমার মিতা।
কাছে রেখে তোমায় তখন ,
ঘুমকি আসে আমার নয়ন?
তারাগোপিনী চাঁদনী রানী,
সবাই আছে তন্দ্রা তে।
বায়ু কোনে দাদরা তালে,
কৃষি গোপি আসলো যে;
হঠাৎ প্রভাত আমি অচিন বৃক্ষ।
সবুজ পাতায়,
তুমি ভোরের শোভা;
আমি টাল হয়ে যাই তোমার ছায়ায়।
ঢুলে ঢুলে ভ্রমি,
তুমি প্রভাত তুমি রজনী,
তুমি প্রেম বারিধারার জল;
তুমি বিরহের রাগিনী।