আমি বৃন্দাবনেও থাকি না,
আশ্রমেও থাকি না,
রান্নাঘরে চিলেকোঠায় বসত নিয়েছি ও ও ও।
স্বামী আমার ভোজনবিলাসী।।
আমার রান্না ছাড়া তার রুচি আসে না,
লাল রং হবে তরকারি,
ডালে সম্ভার করা চাই,
তৃপ্তি ভরে খেয়ে বলে তোমার হাতের রান্নই চাই।
ও ও ও তাই তো বন্দী রান্না ঘরে,
লেখা পড়ার সময় নাই।।
আমারও যে মন আছে বসত করে লালন সাঁই
জিকরা বলে ভাবের ঘরে আমি যে থাকতে চাই ওওও।
দেহখানি কেন বিকাই,
এখন করি হায় হায়।