শীতের বৈরী হাওয়া
বসন্তকে পাওয়ার চাহিদা বাড়ায়।
শরৎ এর আকাশ যখন ,
মেঘের মেলা জমায়,
হৈমন্তি তখন নূপুর পড়ে,
হীমের রাজ্যে যায়,
শিশির ভেজা রাঙ্গা পায়ে।
আল্পনা এঁকে ফিরে তাকায় বসন্তের দিকে
আসে বিরহী ফাগুন কোকিল গায় কুহু কুহু
প্রেমের মাতোয়ারা সুর ,
সারাক্ষণ বিরহের জ্বালায় বাজায় তারবীণ ,
ভাঙ্গে যখন বসন্তের প্রান্তর
তখন বিরহে পড়ে কোকিল যায় দীপান্তর ।