শেষ রাতে বৃষ্টির সুর,
খোলা জানালা,
শীতল বাতাস শো শো করে ঢুকছে।
ঘুম ঘুম নিরালা,
ভাবছি আমি কি স্বর্গে আছি?
নাকি স্বর্গ নেমে এলো?
মধুময় হয়ে গেছে আবেশ,
শীতল নিশির শেষ প্রহর।
বৃষ্টির কাকন বাজছে রিমিঝিম,
নদী নালা নেই,
তবু জানালার পর্দা পাল তুলে দিলো,
বদলে গেলো আমার মন।
পাখি হয়তো পড়েছে বিপদে!
ডালপালা সব কাঁপছে,
পাখির ছানা গুলোর যদি সর্দি কাশি হয়?
আমি তো সুখেই আছি।
পেয়ে শীতল বাও আকাশী জল,
আনন্দধারায় ভুলে গেছি,
প্রথম রাতের প্রচন্ড গরম।
এইখানেই ভাব গাম্ভীর্য ,
হোক না পাখির সর্বনাশ।
আমি তো সুখেই আছি,
তাহলে কি ঈশ্বর,
পাখিকে স্বয়ংসম্পূর্ন করেছে পালক দিয়ে?