চরণ দেবে?
আমি পূজো দেবো,
আরাধনার সোহাগায় গড়া।
আড়াই ভরির প্রণয় আছে,
তোমার মাথায় তাজ গড়ে দেবো।
বাসনার সুতোয় গড়া লাল,
মসলিন বস্ত্রখানি;
তোমার মাথায় মোরাসা,
বেঁধে দেবো।
ত্যাগী জীবন দানে দেব
চরণ দেবে ?
পূজো দেবো ।
কবিতাটি বিরাঙ্গনার বিড়ম্বনা বইয়ে প্রকাশিত হয়েছে।
The poem was published in the book বিরাঙ্গনার বিড়ম্বনা.
বিরাঙ্গনার বিড়ম্বনা প্রকাশনী: বিনিময় |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.