আমি সন্ধ্যার অন্ধকারে,
জ্বলতে দেখেছি জোনাকিদের।
মিট মিট আলোয়,
আবেশে আঁধারে কি গতিময়;
অপরূপ অঞ্জলী লহ-লহ।
হে আঁধার,
এসেছি নৃত্যের তালে-তালে,
ভরে দিবো অন্ধকারের আলো,
ছন্দময় ঝিরি ঝিরি বাতাস।
মৌ-মৌ সুভাষ বয়ে আনবে;
তুমি আঁধার নও,
লীলার ছায়া।
সূর্য গেছে পরদেশে,
আমি রবো তোমার জলসায়,
কথা দিলাম।
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
প্রকৃতির কাব্য পাঠে মুগ্ধ হলাম।
শুভেচ্ছা অনাগত আগামীর।
শুভকামনা রইলো কবি।
মুগ্ধ হলাম, অপরিসীম মুগ্ধতা।