কালো পানকৌড়ি ডুবে ডুবে মাছ ধরেছে,
জল থৈ থৈ আহার নেয় সেরে।
নির্ভয় ডালে বসে পালক নাড়ে,
রৌদ্র লোশন গায়ে মেখে আমেরী আমেজে শাহানশাহ আছে।
পাখিরা যেমন পৃথিবীর অতিথি,
আমরাও তো তাই,
এর বেশি কিছু কি?
এতো ব্যস্ত হলাম আসবাবপত্রের মাঝে,
নিজেকে ধিক্কার জানাই বুঝেও বুঝিনি তাই।
ভাবিনি স্বর্গ-নরক,
ভাবিনি সুখ-দুঃখ,
তোমার মহিমার মাঝে দেখি কেবল রূপ অপরূপ।