কফিন গ্ল্যাস্কিতে বাবার লাশ
এক গুচ্ছ আগর জ্বলছে,
ধোঁয়া ধোঁয়া আবেশ,
চলছে ইহকাল পরকালের খেলা;
বাবা অচিনপুরের বাসিন্দা।
এই বিদায় এই মুহূর্তে মানতে পারছি না!
তবুও ভাবনাতে আবার কূল পাচ্ছি।
এটা তো কেবল বাবার স্থান পরিবর্তন,
মহাস্থানে বাবা সানন্দেই থাকবেন।
বুকটা ফেঁটে যায়,
কান্না কত চেপে রাখা যায়?
লোবানের উদাস করা সুবাস,
মায়ের কান্না -ভাই বোনের কান্না,
স্বজনদের ভাসাহীন মুখ।
আমার চেনা প্রদেশ হয়ে গেল,
সুনামির কবলে পরা।
বিষাদে ভরা সুনসান করা এক উপকূল।