মনে তো রং নেই,
স্মৃতির রঙ্গে।
কেন আমার নিখিল বিকেলে রংধনু সাজে?
আমার তো স্বাধীনতা নেই।
আমার চেতনা কেন মুক্তির রং খোঁজে?
তবে কি বিদ্রোহ ঘোষণা করবো?
মন কেন এতটা জ্বালাতন করে
কবি বলে কি প্রজাপতি হয়ে বনে বনে উড়ে বেরাবো?
আপন অঙ্গ পুড়ে গেল আপন অন্তরের আগুনে,
তবু রঙের খেলা খেলো সঙ্গোপনে।