নার্সারির আশেপাশে প্রেমিকের মত ঘুরি
একটু ফুলের সুবাস নিবো,
ফুলের রূপ মাধুর্য দেখবো।
তাতে আমার নয়ন জুড়ায় মনও ভরে যায়,
তখন নিজেকে ভ্রমরা ভ্রমরা লাগে,
সহজ হয় স্রষ্টার সাথে লিংক নেয়ার।
হায়রে কারিগর কত রঙ্গ তোমার;
আমায় যদি আঁখি না দিতে,
কি করে তা দেখতাম?
যদি নাক না দিতে,
তবে কি দিয়ে ঘ্রাণ নিতাম?
আমার সাথে ওরা আবার কারা?
কান-নাক, চোখ-মুখ, অনুভূতি।
আরও কতজন নাকি গোপনে আছে?
আমি তাদের কে খুঁজি,
আমারই অঙ্গের বাঁকে-বাঁকে।