আল্লাহু আকবার- আল্লাহু আকবার -আল্লাহু আকবার
তিনবার ধ্বনি।
প্রভুর তরবারি আমার নতশির ঈমানি,
দুজনের মিলনের নাম কোরবানি।
পিতা ইব্রাহীম(আঃ) ও শিশু ইসমাইল,
দুজনেই জানতো আজ তাদের শুভ দিন,
প্রভুর আদেশ শিরধার্য কবুল হলো প্রেমের ঋণ।
দেহতাত্ত্বিক প্রেমের উছিলায় বাহানা দুম্বা একখানা,
অলৌকিকভাবে কোরবানি হলো,
দয়াময় দয়ার সাগর প্রমাণ হলো তাই।
আমরা শুধু নিজে খাই,
নিজেকেই চিনি ভাই।
গরিব কাঙ্গাল কে বা কারা?
নিজ দেহ সুঠাম চাই।
এসো ভাই ,
ধনী গরিবের ভেদাভেদ ভুলে,
গিয়ে বিলিয়ে দেই খাঁটি প্রেমের মুনাফা,
মনের ত্যাগ ই কোরবানি।