ছিলাম ফুল সজ্জায়
এক কুঞ্জের আলোকে।
আমার কুঞ্জের দ্বার কে খুলে দিলো?
হুয়া হুয়া কন্ঠে নবকলি।
উঠিল কাঁদিয়া।
খুলিবো না আঁখি ,
দেখিবো না কিছু
ছাড়িবো না মুঠো প্রতিঙ্গা করিলে।
এক শব্দ হোঁয়া হোঁয়া,
মাকে করিল আতঙ্ক।
বচন কহিল জননী ভীষণ ক্লান্ত স্বরে
ওহে বাবা কেঁদনারে দেখ জননীরে ।
শুনিয়া বচন চাহিল নবকলি মলিন মুখখানি জননীর
ক্লান্ত অবিরত ।
দেখিল জননীর মুখ সোহাগ ভরা চাহনি
মুগ্ধ হলো বাছা দেখিল অপরূপ দিন রজনী ।