চন্দ্রগ্রহণ লাগে সূর্যগ্রহণও লাগে
জীবনে গহন লাগে যখন বন্ধু বিটরে করে,
তখনই ঘনঘটা শ্রাবণে।
কার কাছে বলি ব্যাথা,
কে শুনে আমার কথা।
গ্রহণের কাল এখন আমার,
বাউকুমটা বাতাসে মনটা উড়ে উড়ে নীড়ে ফিরে।
আবার উড়ে উড়ে দিগন্ত জুড়ে ঘুরে,
আছি মহাসংকটেে ঘরে আর বাহিরে।