সময়ের হিসাব যদি চাহে বিধাতা
করুন কোমল বিনয়ি হয়ে,
বলবো সত্য কথা,
তুমি আমায় যে কাজে,
পাঠিয়েছিলে ভবে,
সেথায় রত ছিলাম কয়েদী রূপে।
কারো মনে কষ্ট দেই নাই,
হক মারিনি কারো।।
ভয়ে কাঁপছি কেউ আমার জন্য কষ্ট পেলো না তো?
নিজের বলতে কোন কিছু আমার দেখি নাই;
সেবিকা আমি হয়ে আসছি;
বিধাতা,
জীবন যৌবন সবই দিবো,
সৃষ্টির সেবায়।।