বাতাসের শন শন
কত স্বাধীন ছিল মনন,
চুপিসাড়ে আনাগোনা ছিল,
রংধনুময় সকাল;
গোধূলী বিকেলের ছায়া,
ফুল ছিলাম আমি;
কত তাদের আপন?
তাদের ছেড়ে থাকা ,
এখন কেন জানি লাগে একা?
ওরা চোখের আয়নায়,
বোসে-বোসে শুধু দিন গোনে,
আর সোনার ছবি আঁকে,
আকা-বাঁকা।