বাতাসের সাথে আমার একটা অফুরন্ত প্রেম আছে
যখন জানলার ফাঁকে এসে দুলকি দেয়,
ছুঁয়ে যায় আমায়,
আমি সাথে সাথে অশরীরি হই,
আমার আমি কে ভুলে যাই,
ডুব দিয়ে ভেসে উঠি হাওরে।
ঝড়ো হাওয়া বইছে,
অঝরে বৃষ্টি ঝরছে,
আর অথৈ জলের সমারহে,
বুনহাস হয়ে ডুবছি আর ডুবছি।
শীতল গা আমার যেন বাঁধনবিহীন কঁচুরিপানা,
হুস যখন ফিরে আসে দেহ মনে,
তবুও আমি,
বেহুসই রই আঁখির বায়স্কোপে,
শুধু দিগন্তই ভাসে হাওরে।