রামনবমী মানেই এখন—
ডিজে,মাইক,আলোর রোশনাই।
রাম আদর্শের ছায়া ভুলে,
চাই শুধু প্যারেড—বর্ণাঢ্য ভাই!
হনুমানও ক্লান্ত আজ,
পিঠে শুধু ব্যানার ঝোলে।
সেলফি আর স্লোগানে মেতে,
ভেসে চলি আসল উদ্দেশ্য ভুলে।
রাম এসেছেন র্যালি ছাপিয়ে,
রাজনৈতিক ভাষণের মাঝে।
আদর্শ খুঁজে ফিরি আমরা—
একটা রিলস ভিডিওর খোঁজে।
রাম এখন পোস্টারে,আর,
স্ট্যাটাসে, হ্যাশট্যাগে আছে।
"ভগবান" নয়, হয়ে উঠেছেন
"আইকন"—নতুন প্রজন্মের কাছে।
🚩🚩🚩জয় শ্রী রাম 🚩🚩🚩