🌙🌙🌙

প্রবাসী ছেলেটা ব্যাগ গুছিয়ে, স্বপ্ন দেখে মনে,
ঈদের ছোঁয়া লেগেছে তার ক্লান্ত চোখের কোণে।
বুকের ভেতর উথাল-পাথাল, স্মৃতির বজ্র ঝড়,
মায়ের হাতের সেমাই-মিষ্টি ডাকে কণ্ঠ ভর।

বিমানের জানালা ধরে চেয়ে থাকে সে দূরে,
ঘরের উঠোন, বাবার মুখ—সব ছবি মনে উঁকি মারে।
চোখের কোনায় লুকিয়ে রাখা স্বপ্নের কিছু জল,
মাটি ছুঁয়ে ফিরবে এবার, ফেলে আসা সেই কোল।

ওদিকে...
মা সকাল থেকে ব্যস্ত রান্নাঘরের কোণে,
বাতাসে ভাসে মেথির গন্ধ তেলের ফোড়নে।
হাতে গুনে পিঠে বানায়, গুড়ের হাঁড়ি ভরে,
মনে মনে ভাবে মা, ছেলেটা ফিরবে যে তার ঘরে।

পোলাও-কোরমার গন্ধে মাতোয়ারা,
খুশির কোলাহল ছুঁয়ে যায় প্রাণ।
চুলোর আঁচে ধিকি ধিকি জ্বলে মায়ের অপেক্ষা,
জোনাকি মাখা উঠোনে হাঁটে পায়েসের ঘ্রাণ।

বাবার চোখে দূরের তারা, ছেলের পথের খবর,
চাতকের মতো বসে দিন গোনে অপরাহ্ন প্রহর।
ঘরের কোণে আশা জমে, স্মৃতির বাঁধন টানে,
ঈদের আগে ছেলের আসা—হৃদয় যেন জানে।

ঈদ মানেই শুধু নতুন পোশাক নয়,
ঈদ মানে হৃদয়ে জমে থাকা মায়ার বাঁধন।
কোরবানি হয় দূরত্ব আর সময়ের,
ভেঙে যায় পথের বাধা, মুছে যায় বিভাজন।

           🌙🌙🌙