💔💔💔
সমোকালীন সুন্দরীগন অতি দ্রুতো,
উড়ে যাচ্ছে আজ অভিজাতো বেডরুমে।
শিক্ষিত সমাজ স্বার্থপরের মতো,
মজে আছে প্রশংসিত পচনে।

নারীত্ব বিসর্জন হচ্ছে,
ভালো বিছানার ভাঁজে ভাঁজে।
লালোসায়  মোড়া ঐ দেহগুলি,
শুধু যৌনতার ব্যথা খোঁজে।

শরীর ছুঁয়ে শিহরণ জাগায়,
শব্দহীন প্রেমের ব্যাকুলতা।
ঠোঁটের সীমানায় দেহের আকৃতি বলে,
অব্যক্ত ভালোবাসার  কথা।

আলিঙ্গনে ডুবে নতুন পৃথিবী, আর,
বিষাক্ত ভালোবাসা খোঁজে নিষিদ্ধ চুম্বন।
শব্দরা বাতাসে উড়ে যায়,
স্পর্শে শুধুই প্রেমের আয়োজন।

দেহের ভাষা বোঝে সভ্যতার অবশ প্রহর,
কেউ খোঁজে না অনুভূতির নিঃশ্বাস।
মিথ্যার ধাঁধায় স্বপ্নের বাসা বুনে ক্ষণিকের সুখ,
বাতাস জুড়ে ভাসছে শুধুই  ক্লান্তির দীর্ঘশ্বাস।

রাত্রির শহরে নষ্ট আলো জ্বলে,
ঠিকানা খুঁজে পায়না পরিচয়হীন ব্যাথারা।
লালোসার ছায়ায় প্রেমটা মরে যায়।
আর আয়নার সামনে মুখ লুকায় পরাজিত নায়িকারা।

হৃদয়ের গলিতে ব্যাথারা একলা হাঁটে,
কত কথা জমে থাকে ঠোঁটের কিনারায়।
অভিমানের ওজন একটু বেশি হলে,
শব্দরা মুখ লুকিয়ে নেয় নীরবতায়।

বিবাগী প্রেম নির্জন রাতের নিঃশ্বাসে ভিজে,
শব্দরা বোবা হয়ে যায় চিলে কোঠায়।
নিঃসঙ্গ বাতাস ডেকে যায় নামহীন সুরে,
রাত জাগা একা  চাঁদ গুণগুণ করে অজানা ব্যথায়।

অতৃপ্ত শরীরটার কাঁধে হাত রেখে,
সান্তনা বিলাচ্ছে অপচয় সময়।
তবুও স্বীকার করে নিচ্ছে সমাজ অপরাধীর মতো,
জানা নেই হয়তো প্রেম এমনই হয়..!!

                            💔💔💔