প্রতীক্ষায় প্রহর
জাহিদ মোস্তাফি
আমার নিশিদিন-জীবনও প্রাণ
তোমারই তো সব! তাই তোমাতে করেছি দান,
নিরালায় নিরবে কতনা তোমারে ডেকেছি।
কতরাত কেটে গেল চাহিয়া পশ্চিমের পানে
কতদিন অপেক্ষায় আছি, আছি কত সাবধানে
সযতনে তোমারে এই প্রাণে রেখেছি ।
হে প্রিয়! তবুও নিবেনা কাছে, দিবেনা আভাস,
আমার সকলই ফাঁকি, তাই বুঝি এই পরিহাস!
এই জীবন থেকে লাভ কী? লাভ কী থেকে ধরিয়া,
শেষ শ্বাস অব্দি চেয়ে যাব তোমার প্রাণে,
শুধু একটাবার একবার তুমি করিও মনে,
না পেলে তোমার দেখা প্রাণ যে যায় মরিয়া।