অভিনয়ের ফাঁদ
জাহিদুল ইসলাম
১.
আমি রংধনু নিয়ে দাঁড়িয়েছিলুম তোমার আসার প্রানে
অতিকায় জলোচ্ছাসের ভয়াল থাবা ডান কিংবা বামে
হলনা বরণ শুধু অকারণ ধ্বংসের লীলা প্রতিটি ট্রামে
চোখের জলে আনিলাম তোমারে বিকিরিত রাশির টানে ।।
২.
আমি নাকি তোমাদের নগরীর কেউ না,পরদেশী আমায় বলে
তাই বলে কি এতটা কষ্টের আঘাত পাঠিয়েছ নানানমুখী ছলে
তুমি আমারে নাই করিলা বরণ,তবে মানা কেন,? কোন কৌশলে
জানি আমারে লাগেনা ভালো ,পেয়েছ কি তুমি আমার বধলে ।।
৩.
সত্যিটা জানিলে তুমি, বলিতে না এমন অসুন্দর কথা
আমিতো জানি আমার মনে কিসের এমন নিদারুন ব্যথা
তুমি যা জানিয়াছ তাঁর নেই কোন বারতা কেবলই অসারতা
আমাকে জ্বালিবার তরে মিথ্যুকের ফাঁদ বানানো অসত্যতা ।।
৪.
আমিতো দেখিয়াছি নিজ চোখে তোমার সব অভিনয়
এখন তুমি দোয়া কর খুব শীঘ্রয় যেন মোর মরণ হয়
বিধায়ী বেলায় কিছু চাইবো না আমারে যেন স্বরন রয়
ভালো থেকো ভালবাসা ,কখনো করি নি আমি অভিনয় ।।