লীলাসুন্দরী
জাহিদুল ইসলাম
লীলাসুন্দরী কও একটু কথা, মনের কথা কও ,যেই কথা শুনলে এই পাগলের পরাণটা জুড়াইবো । সেই যে ফিরা আইলাম একটা বারও তো কইলা না 'কেমন আছিস রে পাগল' একবারের জন্য মুখটা খুইল্লা পাগল কইয়া ডাক দিতা তইতো পাগলের পরাণটা জুড়াইতো । আইজকাল মানুষ আমারে পাগল কয় ,কেন জান ? আমি নাকি নিজে নিজে কথা বলি ,কও এই মানুষ গুলা জানবে কিভাবে আমি যে তোমার সাথে কথা কই । তোমারে আমি সারাক্ষন আমার চোখের সামনে দেখি ,তোমারে দেখি আর হাসি ,এই আমার লীলাসুন্দরী । আমার এই দিলডার মইধ্যে তোমার নামটা কেবল ধুকধুক করে ফাল পারে ,কাউরে কইতে পারি না ,কাঁদতেও পারি না ,লোকে মন্দ কয় ,পাগল কয় । কও এই জ্বালা তোমারে ছাড়া আর কার কাছে কমু । মুখটা ভইরা একটা হাসি দেয় এই মনে করে কত সুখী মানুষটা ,হ আমি অনেক সুখী । তয় মনের মধ্যে যে তর নামটা এমনভাবে আটকা পড়বে আমার জানা ছিল না । আমার দেহের ভিতর এই মনটা বাস কইরা কেবল তরে নিয়া যত কল্পনা জল্পনা ,এখন তাইলে কি করমু ...........