যাবৎজীবন
জাহিদুল ইসলাম
সখি এমন করে ডাকলে যে মন থাকে না ঘরে
আমার আমিত্বে কেবলই তোমার টান পড়ে
যদি জীবনে নাই আসু কি হবে বেঁচে মরে
আমি তোমাতেই সঁপিলাম এ জীবন তোমারই তরে ।।
তুমিতো জানো সখি, ব্যথাটা কোথায় বুক কি করে হায়
কি করে তোমায় ভুলি তোমা ছাড়া কে আছে ধঁরায়
আমিতো সখি পাগলের বেশি কোথায় পেলাম না ঠাঁই
হারায়েছি তোমাতে সকলি বিসর্জন আমাতে কিছুই নাই ।।
বেলা প্রহরী কারাবাসে আমি আকুতি নহে তোমারে
ভালবাসি সখি মরন অব্দি ,তোমা বিনা কেউ আসবে না ঘরে
তুমি ছাড়া হয়তো জীবন থাকিবে অগোছালো নড়বড়ে
দিয়েছি মন আর দিব কারে ,সকলি দিলাম তোমার তরে ।।