স্বপ্ন
দুঃখী জাহিদ
চৌদ্দশত তেঁতাল্লিশ বছর পেরিয়ে আমারি কথা
যখন আমি কিংবা তুমি উভয়ই বুড়ো হয়ে যাব
চশমা পড়া ঝাপসা দু চোখে যখন পড়বে মনে
তখন কিন্তু চোখে জল দিওনা হাসি দিয়ো মুখে ।।
ষোল কি পনের কত ইয়ার চলে যাবে সামনে দিয়ে
জীবনের সমাধিতে তুমি আমি মিঠো হাওয়া হয়ে যাব
তবু বলা হবে না কেন কিংবা কি কারনে চলে গেলে
আমি চেয়ে থাকি আর ভাবি তুমিও পারলে এমন ।।
হাজারটা শরৎ আসবে তাঁতে আমার কি যায় আসে
আমি পথহারা পথিকের মতই শরৎ বিহীন প্রেমিক
তবে আমি লোভি নয় এর প্রমাণ আমি ঠিকই দিয়েছি
তোমাকে না হয় ভুল করেই আজীবনের জন্য ভালবেসেছি ।।