অভিশাপ
দুঃখী জাহিদ
আমি বলি,
সিগারেট অথবা গাঁজার ধোঁয়া দেহটাকে যতটুকু ক্ষতি করছে তাঁর চেয়ে শতগুণ বেশি তুমি ।
আমি বলি,
বাজারের সস্তা লাল পানি যতটুকু তিক্ত হয়ে ভিতরে প্রবেশ করছে তাঁর চেয়েও বেশি তিক্ত তুমি।
আমি বলি,
হস্তমৈথুনে যতটুকু পাপ হয়, তাঁর চেয়েও বেশী পাপী বানিয়েছে তুমি।
আমি বলি,
পতিতাপাড়ায় গেলে চরিত্র নষ্ট হয়, এর চেয়ে কোটিগুন চরিত্রহীন বানিয়েছ তুমি।
আমি বলি,
তুমি প্রেমিকা নও, তুমি ডাইনি, তুমি শত শত প্রেমিকের মৃত্যুস্থল।
আমি বলি,
তুমি নারী নও, তুমি কাল নাগিনী, তুমি হাজারো নারীর অভিশপ্ত আত্মা।
আমি বলি,
তুমি দীর্ঘ জীবন পাও, বেঁচে থাকো অনাদিকাল, ভালবাসা হয়ে নয় অভিশাপ হয়ে।