অন্তরমরা
দুঃখী জাহিদ
আমার নয়ন জলে তোমার নামের জলকণা,
প্রিয়া বুকের ব্যথা বাড়ছে যে রুনা ঝুনা,
আমার স্বপ্ন সায়রে তোমার পদাঙ্কের আল্পনা,
সখী চোখের আলো নিভিয়ে দিবে এমন বিড়ম্বনা।
স্বপ্নে তোমারে আলিঙ্গন করি খুব কাছের করে,
তোমারে দেখিয়া সখী কেবলই নয়ন ঝড়ে,
জাগতিকে তোমারে পাই যতদূর কেবলই অন্তর পোড়ে,
তোমারে ভালবাসার তরে জীবনের প্রিয়জন কেন সরে।
আমি তোমারে যেভাবে রেখেছি আমারি শিয়রে,
তুমিতো সখী তিলে তিলে দূরে রেখেছো আমারে,
ব্যথা গুলো লুকিয়ে হাসি দিয়েছি তোমার নায়রে,
এ কোন গাংঙে ভাসালে আমায় এ কোন সায়রে।