হৃদয় ভাঙার শব্দ
জাহিদ মোস্তাফি
না ফুরাতে জীবন ফুরালো ভূবন,
না জ্বলিতে আগুন পুড়িলো কমল মন।
আমি অন্ধ নাপাক পলিদ পোড়ে মরি,
ফুলের আহবান পাশ কাটিয়ে উলুবনে চড়ি !
ঘুমহীন নয়নে এসেছিলে তুমি
অভাগা বেহুঁশ হয়ে অন্যমনা আমি,
পূর্ণ রাত্রি করিলে বিরাজ মোর ভূবনে
মাতালের মত ভুলেছি সব অন্ধকার আবরণে।।
হ’লে তব সাথী আপন থেকেও আপন
তবে কেন এত লুকোচুরি গোপণ!
অশ্রু আজ গুপ্ত হয়েছে,সুপ্ত হয়েছে শ্বাস
নিজেই নিজের করিলাম ! একি সর্বনাশ।
ফুটে ফুল ,অবেলা ঝড়ে ! এ নয় সুস্থির
অশ্রু-সিক্ত হৃদয়,কেনো সে অস্থির ।
বুকের ব্যথা বাড়িছে কেবল আসবে কি সুদিন!
যে কান্না রয়েছে গোপণ ,ব্যথিত অমলিন ,
আঘাত আমার রক্তে হলো রাঙা
ভরসা নাই, নাই ভালবাসা হৃদয় নদী-ভাঙা!
জীবনের সব স্বাদেই তোমাতে দিলাম
সকল চাওয়া পাওয়া তোমাতে নিলাম।
তবুও প্রিয়! তবুও খালি ফিরাবে আমায়?
ঝড়ে যাবে জীবন পোড়ে যাবে হৃদয়,
যদি না পাই তোমায়।
কি করুন! কি ব্যথাতুর
জীবনের কত কথা মনে পড়ে!
কি পেলাম কি হারালাম
মোর হৃদয়ে -শান্তি শুধু তাই
যা হারালাম তা যেন ফিরে না পাই ।।
জানি না ক’ আজ ব্যথা হৃদয়ে শান্তি কেন রহি?
কবি তুমি শুনাও বাণী,উজাড় করে দিয়েছি বহ্নি।
কত কথা! কত প্রশ্ন! হৃদয়ের কত জিজ্ঞাসা,
কাটেনি রাত নিভেনি আলো ফুরিয়ে যায় মুখের ভাষা,
প্রতীক্ষায় থাকি, কত নামে ডাকি, হৃদয়ে কত আশা
প্রিয় শুনিতে পাও কি!
হৃদয়ের ডাকে মন ভাঙার শব্দ
শুনিতে পাও কি তুমি,ডাকি তোমারে ?
এ কেমন শব্দ বাজিতেছে হৃদয়ের মাজারে ?