কবে আসবে নিতে আমায়
কখন দিবে বিদায়?
কবে সাঁজবো বিদায় সাঁজন
কখন বাঁধবে বাঁশের বাঁধন?
কবে হবে আমার ছুটি
কখন মিলবে প্রেমের ঝুটি?
কবে শিল্পী আঁকবে তুলি
কখন মুছবে কালিধূলি?
কবে আসবে সেদিন আমার
কখন দূর হবে সকল আঁধার?
ছুটি! আমার বেলা বয়ে যায়
ব্যস্ত নগরীর ফাঁকা রাস্তায়
মোর জীবনের কখন ছুটি
মিলবে কখন হৃদয় দুটি।।