জীবন তোমায় পাঠাবো প্রেমের কাব্য,
ভালোবাসা তার ছত্রে ছত্রে ঠাসা,
ছোটবেলাকার মা বাবার প্রিয় ঘ্রাণ,
বড় বেলাকার প্রেমিকের ভালোবাসা।

প্রথম সে প্রেম, টুকরো রঙিন পাথর
প্রথম সে প্রেম কাশফুল ভরা মাঠ,
প্রথম প্রেম সে বিস্মিত হিমালয়,
অজানা, অচেনা শহর ও পথঘাট।

প্রেমের সরনি, সারি সারি মুখ ভাসে,
কোনটা স্পষ্ট, কোনটা আবার ফিকে,
পাড়ার খেলাতে, আর সেই ইস্কুলে,
কলেজ পেরিয়ে, আজ তারা নানা দিকে।

প্রথম প্রেম সে আমার গল্প বই,
প্রথম প্রেম সে আমার বইয়ের সাথী,
প্রথম প্রেম যে রবি ঠাকুরের গানে
তারায় খচিত জোছনা বিহীন রাতি।

প্রথম প্রেম সে মেঘমল্লারে বাজে,
প্রথম প্রেম যে পদাবলী সুরে সাধা
প্রান খোলা হাসি, বিশুদ্ধ আড্ডা আর
কফির পেয়ালা, সিগারেট হাতে রাধা।

গ্রীষ্ম দিনের লম্বা প্রহরগুলি
শীতের বেলার ঝট করে নেভা আলো
বসন্তের সে সবুজ সোনালী ছোঁয়া
বারে বারে তারা প্রেম হয়ে ফিরে এলো।

জীবন জুড়েই সবার মাঝেতে আমি
প্রেমকে খুঁজেছি, পেয়েওছি দেখা তার
নাই বা আসুক একাকী সে অভিসারে
বিশ্বের প্রেমে গেছি ভেসে বার বার।

বিশ্বপথিক, এগিয়ে চলার তালে
নতুন প্রেম যে এই কবিতার সাথে,
প্রেমেদের রাখা ছন্দে বন্দি করে;
জীবনের প্রেমে, মানুষের প্রেরণাতে।