আজকে আঁকবো আকাশের ক্যানভাসে
সূর্য, চন্দ্র আর তারা নিয়ে তিন,
আঁকবো এবার ঈশান কোনের মেঘও,
ঝড়ের আভাস, অবস্থা সঙ্গিন।
তারপরে তুলি নামাবে বৃষ্টি ধারা,
আলোর রঙকে জলেতে গলিয়ে দিয়ে,
মেঘের কোলেতে বিদ্যুৎ ঝলকানি
আঁকবো আমার প্রতিবাদ নিংড়িয়ে।
অশনির সেই সংকেত রেখাগুলি
সযত্নে এঁকে রাখবো যে পাটে পাটে,
স্ফুলিঙ্গ যবে দাবানল রূপ নেবে
ঈন্ধন তারা যোগাবে সে দাপটে।