(এটি ছোট একটা হিন্দি কবিতার অনেক সম্প্রসারিত ভাবানুবাদ।
অনুবাদ করতে গিয়ে দেখি শেষে একটা অন্য কবিতাই হয়ে গেছে।)
যখন দুঃখের মেঘ ছায়,
যখন শোকের ছায়া ঘনায়,
যখন চোখ আসে জলে ভিজে,
মন বোঝে না করবে কি যে?
তখন মনকে বোঝাই আমি
মন কিসের জন্য শোক?
কিইবা তোমার অভিযোগ?
জীবনে এমনি হয়
তুমি-আমি- একা নয়।
দিগন্ত বিদারী হাহাকার
তাতেও সবার অধিকার,
শোকের ধারায় স্নান
রোদ-আনন্দ-গান,
এ সবই সবার জন্য;
তুমি-আমি-নই ভিন্ন।
কেন ভেজা ও চোখের পাতা ?
মুহূর্তে বদলায় দুনিয়াটা
মুহূর্তগুলি কেন হারাও?
মন চোখ মোছ,
একবার ঘুরে দাঁড়াও।