"প্রতি ফোটা চোখের জল
যদি নতুন স্বপ্নকে সিঞ্চিত করে;
ঝরুক সে অবিরত।
প্রতি বিন্দু রক্ত
যদি নতুন ভবিষ্যতের ভিত গড়ে;
বয়ে যাক, যাবে যত।
প্রতিপদে প্রতিবাদ যদি
সংঘবদ্ধ করে আজ ভাষা;
তবে তা গর্জাক অবিরল।
প্রতিক্ষন আমার হতাশা, যদি
জন্ম দেয় কালকের বিপ্লব;
তাতে দেব না অর্গল।"