কবিতাঃ- ভয় পেয়েছিস তুইও
✍️ মনোজ ভৌমিক
এমন কেমন আসা রে মা!
কেন এমন যাওয়া!!
আসা যাওয়ার মাঝে কেন
রইলো বাকী চাওয়া!
সপ্তমী আর অষ্টমী ছিল
ভীষণই তালগোলে!
নবমী আর দশমী যোগ
হিসেবে কোথায় মোলে!!
বিসর্জনের বাজনা কেন
শনি ছোঁয়া ওই রবি!
মেঘলা আকাশ গর্জে বলে
দেখ অভয়ার ছবি!!
বুঝেছি মা,বুঝেছি সবই,
ভয় পেয়েছিস তুইও!
মর্ত্যে এখন অসুর ভরা
সেফ নয় মেয়ে দুইও!!
কত অসুরে লড়বি রে মা!
কেবা দেবে তোর সাথ!!
মর্ত্যের ঐ মানুষ গুলোর
অনুদানে বাঁধা হাত!
তাইবুঝি আজ তড়িঘড়ি
ফিরিস শ্বশুরবাড়ি!
ভুলেই যা মা,ভুল রে তুই,
এ মর্ত্য বাপের বাড়ি।